ঈদের আনন্দ ভাগ করে নিতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের পেছনে ঝোলার দিন এবার বদলেছে ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষের জন্য, যারা এই ঈদে বিনামূল্যে এবং নিরাপদভাবে বাড়ি ফিরেছেন একটি এসি কোস্টার বাসে।
গাড়িবুক-এর ‘খুশির টিকেট’ নামের বিশেষ ঈদ ক্যাম্পেইনের মাধ্যমে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন হয়। ঈদের আগের দিন, ৬ জুন শুক্রবার সকাল ১০টায় গাড়িবুক-এর এসি কোস্টার বাস ঢাকার উত্তরা থেকে ৩০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেয়। এ যাত্রায় ছিল না কোনো ঝুঁকি, ভিড় বা ছাদে চড়ার ভয়—ছিল শুধু প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার আনন্দে মুখভরা হাসি।
গাড়িবুক-এর প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ রাজীব হোসেইন জানান, ঈদে অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরে—এমন বাস্তবতা থেকে প্রেরণা নিয়ে তারা ‘খুশির টিকেট’ ক্যাম্পেইন চালু করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কর্মসূচি চালানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
মানবিক উদ্যোগ ছাড়াও গাড়িবুক অ্যাপ ড্রাইভার ও যাত্রী—উভয়ের সুবিধা নিশ্চিত করছে। ড্রাইভারদের কাছ থেকে এক টাকাও কমিশন না নেওয়ায় ভাড়া পুরোপুরি তাদেরই থাকে, ফলে আয় বাড়ে এবং জীবনমান উন্নত হয়। একই কারণে যাত্রীরা তুলনামূলকভাবে কম খরচে সেবা পাচ্ছেন।
গাড়িবুক একটি অ্যাপভিত্তিক রাইড বুকিং ও কার রেন্টাল সেবা, যেখানে যাত্রীরা সেডান, নোয়াহ, হাইএস, এমনকি বিলাসবহুল গাড়ি পর্যন্ত পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। শহরের ভিতরে, বাইরে কিংবা বিমানবন্দর পিক-ড্রপ, সব ধরনের ভ্রমণে এই অ্যাপ সহজ ও স্বাচ্ছন্দ্যময় সমাধান দিচ্ছে।