সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাহসিকতার স্বীকৃতি, সম্মাননা পেলেন তিন রেলকর্মী ও একজন গার্ড

Fresh News রিপোর্ট
জুন ২০, ২০২৫
৯:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের সেবা ও যাত্রীদের সুরক্ষায় জীবন বাজি রেখে সাহসিকতা প্রদর্শনের জন্য তিন রেলকর্মী ও এক নিরাপত্তারক্ষীকে সম্মাননা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

১৯ জুন রেলভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে নগদ অর্থসহ সম্মাননা স্মারক তুলে দেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সম্মাননা প্রাপ্তরা হলেন সাবেক লোকোমাস্টার সাহাব উদ্দিন, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, কুমিরা রেলক্রসিংয়ের গেটম্যান নাজমুল হোসেন এবং টি.কে. গ্রুপের সিকিউরিটি গার্ড দেলোয়ার।

রেলপথ মন্ত্রণালয় জানায়, গত ১৩ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে একটি কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের সময় সাহাব উদ্দিন জীবনের ঝুঁকি নিয়ে আগুনের বিস্তার রোধ করেন। তার তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আর ৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অপারেটর হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় টিকিটবিহীন যাত্রীদের বাধা দেওয়ায় আক্রমণের শিকার হন প্রকৌশলী আব্দুর রহিম। তবু দায়িত্বে অটল ছিলেন তিনি।

১ এপ্রিল চট্টগ্রামের কুমিরা রেলক্রসিংয়ে দায়িত্ব পালনের সময় নাজমুল হোসেন ও দেলোয়ার একটি অটোরিকশার যাত্রীদের অনুরোধে গেট খোলেন। পরে পুনরায় ট্রেন আসার আগে গেট খুলতে অস্বীকৃতি জানালে তারা হামলার শিকার হন। তবু গেট বন্ধ রেখেই দুর্ঘটনা রোধ করেন।

রেলপথ মন্ত্রণালয় জানায়, দায়িত্বশীলতা, সাহসিকতা ও ত্যাগের এই উদাহরণ বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। অনুষ্ঠানে রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।