সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কাজির দেউরিতে আবারও ফুটপাত দখলের অভিযোগ চসিকের বিরুদ্ধে

Fresh News রিপোর্ট
জুন ২২, ২০২৫
৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের কাজির দেউরি মোড়ে ফুটপাত দখল করে নতুন করে দোকান নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে সরেজমিনে দেখা যায়, আউটার স্টেডিয়াম সংলগ্ন পুলিশ বক্সের পাশের প্রায় ১০০ ফুট ফুটপাত টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে চসিকের নির্মাণকাজ চলছে বলে ব্যানারে উল্লেখ রয়েছে, পাশাপাশি বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বলে সতর্কবার্তাও টাঙানো রয়েছে।

জানা যায়, ২০১৮ সালে তৎকালীন মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সময় সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় ওই ফুটপাত এলাকাটি ই-টেন্ডারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়। এরপর সেখানে ফুড জোন, যাত্রী ছাউনি, টয়লেট ও নার্সারি গড়ে তোলা হয়।

তবে এসব স্থাপনা পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জেলা প্রশাসনের অভিযানে ২০২৩ সালের ১৯ মার্চ উচ্ছেদ করা হয়। তৎকালীন জেলা প্রশাসক পরিষ্কার বলেন, এসব নির্মাণ আইনবহির্ভূত ছিল।

উচ্ছেদের পর ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ফুটপাত ও স্টেডিয়াম ঘিরে উন্নয়নকাজ শুরু হয়। হাঁটার জন্য উন্মুক্ত পথ, গাছ ও সৌন্দর্যবর্ধনে এলাকাটি নতুন রূপ নেয়। কিন্তু সম্প্রতি আবারও দোকান নির্মাণের উদ্যোগ নেওয়ায় নাগরিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সালমা আক্তার জানান, ফুটপাতে দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত দাগ রয়েছে, অথচ সেই জায়গায় দোকান বসানো হচ্ছে। তিনি বলেন, এটি উন্নয়নের নামে জনগণের অধিকার হরণ।

বেসরকারি চাকরিজীবী আফসার উদ্দিন বলেন, কিছুদিন আগেও ফুটপাত অবৈধ দখলে ছিল, প্রশাসন তা সরিয়ে পথচলা সহজ করেছিল। এখন আবার চসিক নিজেরাই দোকান বসাচ্ছে, যা দুঃখজনক।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, আগের অনিয়মের রূপ বদলেছে মাত্র, বাস্তবে কিছুই বদলায়নি। তিনি চসিকের নতুন মেয়রের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, এই ধরনের উদ্যোগ জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

এ বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।