সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিজিবির কাছে ১৪ জনকে হস্তান্তর করেছে বিএসএফ

Fresh News রিপোর্ট
জুন ২২, ২০২৫
১১:৩৯ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ :

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার বিকেলে জেলার কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়। পরে রাত ৯টার দিকে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন বলেন, বিএসএফের হস্তান্তর করা ১৪ জনই বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক। তাঁরা অবৈধভাবে ভারতে ছিলেন। আন্তর্জাতিক আইন মেনে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিদের বাড়ি ঢাকা, সাতক্ষীরা, খুলনা, গাজীপুর ও গোপালগঞ্জ জেলায়।  জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁদের কেউ ভারতে কাজ করতে গিয়েছিলেন। আবার কেউ চিকিৎসা করাতে, কেউবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

আটক এক নারী বলেন, তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়ে ওই দেশের পুলিশের হাতে আটক হন। আরেক পুরুষ বলেন, চার বছর আগে তিনি কাজ করার জন্য ভারতে গিয়েছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশিকে গ্রহণ করে বিজিবি এবং গতকাল রাত ৯টার দিকে তাঁদের থানায় হস্তান্তর করা হয়। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।