ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের অধিকাংশ তালা আগামীকাল (২৩ জুন) খুলে দেওয়া হবে। তবে প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষ তালাবদ্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকাবাসীর ব্যানারে চলমান আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান।
রোববার (২২ জুন) দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নাগরিক সেবা চালু করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্বে ফিরে যাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে আদালত ও সংবিধান অমান্য করে ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করানোর ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার অপসারণ দাবি করেন তিনি।
মশিউর রহমান বলেন, জরুরি নাগরিক সেবাগুলো যেন নির্বিঘ্নে চালু রাখা যায়, সেজন্য প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা, হিসাব, আইন, রাজস্ব, সম্পত্তি, বিদ্যুৎ, নিরাপত্তা, জনসংযোগসহ সব বিভাগ নিজ নিজ দায়িত্বে ফেরার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করবেন। এসব সেবার মধ্যে রয়েছে জন্ম-মৃত্যু ও ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স, কর আদায়, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম।
তিনি আরও বলেন, জনগণ এই দেশের প্রকৃত মালিক। কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা, সাবেক সরকারের দোসর, কিংবা আওয়ামী লীগের দালাল শ্রেণির কেউ নগর ভবন বা আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করতে পারবে না। তাদের দেখা মাত্রই প্রতিহত করা হবে।
কোনো কর্মকর্তা যদি দায়িত্ব পালনে গাফিলতি করেন, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মশিউর রহমান।
প্রসঙ্গত, গত ১৪ মে থেকে নগর ভবনের বেশ কিছু কক্ষে শিকল দিয়ে তালা দেওয়া হয়। আন্দোলনকারীরা দাবি করেন, আগের সরকারের অনুগত কর্মকর্তাদের নগর ভবনে প্রবেশ ঠেকাতে এবং নতুন নিয়োগ প্রতিহত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।