মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইরান শান্তিপূর্ণ আচরণ করলে নিষেধাজ্ঞা তুলে নেবে ট্রাম্প

Fresh News রিপোর্ট
জুন ৩০, ২০২৫
১০:৩৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যদি ইরান শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তবে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তিনি বলেন, “লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর।”

রোববার (২৯ জুন) ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি ইরান শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয় এবং কোনো ক্ষতি না করে—তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।”

তবে এর আগে ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ বন্ধ করে দেন, কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তারা মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করবে।

এছাড়া, ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি, কারণ এটি ভারী এবং বিপজ্জনক পদার্থ, যা অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয়।

ট্রাম্প আরও বলেন, “আমরা খুব একটা আগাম সতর্কবার্তা দিইনি, তাই তারা কিছু সরিয়ে নিতে পারেনি। আসলে তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব।”

তিনি দাবি করেন, ইরান বর্তমানে পরমাণু কর্মসূচি চালাতে সক্ষম নয় এবং তাদের পক্ষে এটি চালানো আর সম্ভব নয়।

এদিকে, আব্রাহাম চুক্তিতে আরও দেশ যোগ দেওয়ার আশাপ্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানই ছিল এই অঞ্চলের মূল সমস্যা, এবং এখন আরও কয়েকটি দেশ এই চুক্তিতে যোগ দিতে আগ্রহী।