শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫০১

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৫:১৬ অপরাহ্ণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৮৩ জন।

সোমবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৮৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫০১ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় একনতলা বন্দুক, তিনটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩১০০ রাউন্ড রাইফেলের পুরোনো গুলি, একটি ম্যাগাজিন, একটি বার্মিজ চাকু এবং একটি চাকু।