শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জয়পুরহাটে মাছচাষ ও পরিবেশ দূষণের অভিযোগে পুকুর মালিককে কারাদণ্ড

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
১:৫৪ অপরাহ্ণ

জয়পুরহাটে অস্বাস্থ্যকর খাবার খাইয়ে মাছচাষ ও পরিবেশ দূষণের অভিযোগ পুকুরের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ জুলাই) বিকেলে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার পশ্চিম দূর্গাপুরে এ অভিযান চলে। পুকুরের মালিক আবু সালেহ উপজেলার মামুদপুর ইউনিয়নের খান্দার গ্রামের এমদাদুল হকের ছেলে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদ চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হোসেন শাহ তার সঙ্গে ছিলেন।

জানা যায়, জীবন্ত মুরগির বাচ্চা, মরা মুরগি ও পচা ডিম ব্লেন্ড করে অভিনব খাবার তৈরি করে পুকুরের মাছকে খাওয়ানো হচ্ছিলো। এতে পরিবেশ দূষণ ও দুর্গন্ধে ভোগান্তির শিকার হচ্ছিলেন স্থানীয়রা। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশ হলে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে প্রমাণ পাওয়ায় আদালত পরিচালনা করে শাস্তি দেওয়া হয়।

ইউএনও জানান, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ১২ ধারায় অপরাধ করায় ওই পুকুর মালিকের বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে।