চীনের দাজহুতে চলমান অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বালক ও বালিকা – দুই বিভাগেই বাংলাদেশ দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে আগামী রোববার। বালক দল মুখোমুখি হবে মালয়েশিয়ার, আর বালিকা দল লড়বে কাজাখস্তানের বিপক্ষে।
বালক দলের সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল শক্তিশালী জাপান। প্রথম কোয়ার্টারেই ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় জাপান, স্কোরলাইন দাঁড়ায় ৩-২। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও শেষ কোয়ার্টারে জাপান তিনটি গোল করে ম্যাচে দারুণভাবে ফিরে আসে এবং বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নেয়।
অন্যদিকে, বালিকা দল সুপার ফোরে মুখোমুখি হয় কাজাখস্তানের। ৫৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে কাজাখস্তান একটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরায় ২-২। ম্যাচের শুরুতে ৮ মিনিটে এগিয়ে যায় কাজাখস্তান। এরপর ৩০ ও ৩৩ মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন তিশা ও রিমন শারিকা।
বাংলাদেশ নারী দল এই প্রথমবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিচ্ছে এবং অভিষেকেই তৃতীয় স্থানের জন্য লড়ার সুযোগ পেল রিমন শারিকারা। অপরদিকে, বাংলাদেশের বালক দল এর আগেও রানার্সআপ হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছে। ঢাকায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে শেষ মুহূর্তের গোলে ভারত শিরোপা ছিনিয়ে নেয় বাংলাদেশের কাছ থেকে।