মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সোহাগ হত্যার শিকার পরিবারকে আর্থিক সহায়তা দিল বিএনপি

Fresh News রিপোর্ট
জুলাই ১৩, ২০২৫
১০:২৩ অপরাহ্ণ

রাজধানীর মিটফোর্ড এলাকায় নির্মমভাবে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সহায়তা প্রদান করেন ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি।

রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনার পাথারঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সোহাগের পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় বরগুনা জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম এবং ছেলে-মেয়েও এসময় সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সোহাগের স্ত্রী তাঁর স্বামীর হত্যার বিচার দাবি করে বলেন, তিনি এমন এক নির্মমতার শিকার হয়েছেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই ঘটনার যেন আর কোনো পরিবারকে শিকার হতে না হয়, সে আকুতি জানান তিনি।

সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, ঢাকায় নৃশংসভাবে বরগুনার সন্তান সোহাগকে হত্যা করা হয়েছে। তারেক রহমান এই ঘটনাটি জেনে ব্যথিত হয়েছেন এবং দ্রুত সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিএনপি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং দোষী যে-ই হোক না কেন, তার বিচার দাবি করে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডকে ঘিরে কিছু রাজনৈতিক মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু ন্যায়বিচার ছাড়া কেউ এই পরিবারের কষ্ট দূর করতে পারবে না। বিএনপি সব সময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে আছে এবং থাকবে।

উল্লেখ্য, সোহাগ প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একদল সন্ত্রাসী তাঁর দোকান তালাবদ্ধ করে। পরে তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে চাপ প্রয়োগ করা হয়। চাঁদা দিতে রাজি না হওয়ায় প্রকাশ্যে পাথর দিয়ে পিটিয়ে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়।