পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী অর্ধশতাধিক অবৈধ বাঁধ কেটে দিল ভ্রাম্যমাণ আদালত, স্বস্তিতে কৃষক ও এলাকাবাসী।
নোয়াখালী সদর উপজেলার কালাদরপ ইউনিয়নে বিভিন্ন খাল ও পানি চলাচলের পথ অবরোধ করে তৈরি করা প্রায় ৫০টির বেশি অবৈধ বাঁধ কেটে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত একটানা অভিযান চালিয়ে মুন্সিরতালুক এলাকা থেকে রব বাজার পর্যন্ত বাঁধগুলো অপসারণ করা হয়। এ অভিযানে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। তিনি জানান, এসব বাঁধের কারণে কৃষিজমি পানিতে ডুবে ফসল নষ্ট হচ্ছিল এবং বসতঘরেও পানি ঢুকে জনদুর্ভোগ বাড়ছিল। জনগণের স্বার্থে পানি চলাচল স্বাভাবিক রাখতে বাঁধগুলো কেটে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ ও মাঠ পর্যায়ের তদন্তে দেখা যায়, এসব বাঁধের কারণে এলাকার স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। ম্যাজিস্ট্রেট জানান, বাঁধ কেটে দেওয়ার ফলে জলাবদ্ধতা কমে আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।
অভিযানকালে সেনা সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও সরেজমিনে উপস্থিত থেকে সহযোগিতা করেন। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছিলেন তারা, এখন কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
নোয়াখালীর ইউএনও আখিনূর জাহান নীলা জানান, টানা বৃষ্টির কারণে জেলার ছয়টি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে আছে। তাই পানি প্রবাহে বাধা সৃষ্টি করা যেকোনো অবৈধ দখল বা বাঁধ উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।