মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সলঙ্গায় অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভে লাথি মেরে সন্তান নষ্টের অভিযোগ

Fresh News রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫
৮:৪৩ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভে লাথি মেরে তিন মাসের সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে সাগর আহম্মেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী স্ত্রী থানায় স্বামীসহ শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চার বছর আগে সলঙ্গার আগরপুর গ্রামের সাথী খাতুনের সঙ্গে একই গ্রামের সাগর আহম্মেদের বিয়ে হয়। শুরুতে সংসার ভালো চললেও সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য সাগর স্ত্রীর কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে রাজি না হওয়ায় তার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।

গত ৮ জুলাই কথা কাটাকাটির একপর্যায়ে সাগর তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারেন এবং বিছানা থেকে ফেলে দেন। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে জানা যায়, তিন মাসের সন্তান নষ্ট হয়ে গেছে।

চিকিৎসা শেষে ১৪ জুলাই সাথী খাতুন সাগর আহম্মেদ, শ্বশুর আব্দুল আজিজ ও শাশুড়ি নূরজাহান বেগমের বিরুদ্ধে সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর মা মোছা. সাজেদা খাতুন জানান, যৌতুকের জন্য তার মেয়েকে বহুবার নির্যাতন করা হয়েছে এবং শেষ পর্যন্ত তার গর্ভের সন্তানও হারাতে হয়েছে।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।