সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া চন্দ্রপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী যমজ বোন আফিয়া আক্তার ও ইভা আক্তার এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছেন। জন্ম থেকেই তাদের চোখে সমস্যা, দূরের কিছু স্পষ্ট দেখতে পান না – তবুও বই সামনে এনে পড়ে, কঠোর পরিশ্রমে তারা এই সাফল্য অর্জন করেছেন। ইংরেজির মতো কঠিন বিষয়ে তারা দু’জনই ২০০ এর মধ্যে ১৯৫ নাম্বার পেয়েছেন।
দুই বোনই পড়াশোনা করেছেন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে। আফিয়া বলেন, চোখের সমস্যাই ছিল বড় বাধা, স্কুলে যেতে বা রাস্তা পার হতে ভয় লাগত। তবুও হাল না ছেড়ে কষ্ট করে এগিয়ে গেছেন। ভবিষ্যতে ভালো কলেজে ভর্তি হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন তার। ইভা বলেন, বই পড়তে গেলে খুব কাছে আনতে হয়, কিন্তু মনোবল কখনো হারাইনি – তার লক্ষ্য বিসিএস ক্যাডার হওয়া।
তাদের বাবা প্রকৌশলী গোলাম আক্তার বলেন, দুই মেয়ের এই সাফল্য অনেক কষ্টের ফল। স্কুলে পৌঁছাতে প্রতিদিন হাতে ধরে নিয়ে যেতে হতো। ক্লান্ত হলেও কোচিং থেকে আনতাম। তার মতে, মেয়েদের অধ্যবসায় ছিল অসাধারণ। মা তানিয়া শাবনাজ জানান, ছোট থেকেই আলাদা শিক্ষকের মাধ্যমে পড়াশোনায় মনোযোগী ছিল তারা। তিনি বলেন, “ওরা সাহস পায়নি, সাহস দেখিয়েছে।”
বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারজানা ইয়াসমিন জানান, দুই বোনই মেধাবী এবং পরিশ্রমী। চোখে কম দেখতে পেলেও তারা ইংরেজিতে ১৯৫ নাম্বার পেয়েছে, যা সত্যিই বিরল। যদি সঠিক সহায়তা পায়, তাহলে তারা বিসিএসে অবশ্যই সফল হবে।
দৃষ্টিপ্রতিবন্ধকতা যে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থামিয়ে দিতে পারে না – যমজ দুই বোন আফিয়া ও ইভার সাফল্য সেই বার্তাই নতুন করে মনে করিয়ে দিল।