মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এনায়েতপুরে হত্যা মামলায় লতিফ বিশ্বাস তিন দিনের রিমান্ডে

Fresh News রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫
১০:৪৫ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ব্যবসায়ী ইয়াহিয়া প্রামাণিক হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে এনায়েতপুর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জুয়েল রানা।

২০২৪ সালের ৪ আগস্ট এনায়েতপুর থানার সামনে কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন। ওই সময় সংঘটিত গুলিবর্ষণে ব্যবসায়ী ইয়াহিয়া প্রামাণিকসহ আরও দুই ছাত্র নিহত হন। ইয়াহিয়া সিরাজগঞ্জের খুকনী ঝাউপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে ছিলেন।

এই ঘটনায় গত বছরের ২১ আগস্ট নিহত ইয়াহিয়ার স্ত্রী শাহানা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়।