মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গোপালগঞ্জে সহিংসতার পর ফের বাড়ানো হলো ১০ ঘণ্টার কারফিউ

Fresh News রিপোর্ট
জুলাই ১৯, ২০২৫
৮:০৭ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার জেরে গোপালগঞ্জে ফের ১০ ঘণ্টার কারফিউ বাড়িয়েছে প্রশাসন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এই নতুন কারফিউ কার্যকর থাকবে।

এর আগে ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। দিনভর চলা ওই সহিংসতায় চারজন নিহত হন। ঘটনার পর রাতেই গোপালগঞ্জে প্রথম দফায় কারফিউ জারি করা হয়, যা পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলমান ছিল।

পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত দ্বিতীয় দফায় কারফিউ কার্যকর করা হয়। শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতির পর আবার কারফিউ জারি করা হয়।

সবশেষ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় শনিবার রাত থেকে ফের ১০ ঘণ্টার জন্য কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।