সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অসহায় মানুষের জন্য দুই টাকার হোটেলে ইলিশ-ভাতের আয়োজন

Fresh News রিপোর্ট
জুলাই ২৫, ২০২৫
১০:৪৬ পূর্বাহ্ণ

রাজবাড়ীতে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের জন্য মাত্র দুই টাকায় ইলিশ মাছ ও ভাতের আয়োজন করে নজির স্থাপন করেছেন কয়েকজন তরুণ। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের রেলস্টেশন সংলগ্ন ফুলতলাতে প্রায় ৭০ জন অসহায় ও পথশিশুর মুখে তারা এই খাবার তুলে দেন।

আয়োজকেরা জানান, প্রতি সপ্তাহে দুই দিন এ ধরনের আয়োজন করা হবে। তারা এই উদ্যোগের নাম দিয়েছেন ‘২ টাকার হোটেল’। ফুলতলাতে গিয়ে দেখা যায়, ডেকোরেটরের টেবিল-চেয়ারে বসে অতিথিদের সামনে রাখা হয়েছে ওয়ান-টাইম প্লেট ও গ্লাস। তরুণ স্বেচ্ছাসেবকরা গরম ভাত পরিবেশন করছেন, সাথে আছে আলু ও বেগুন দিয়ে রান্না করা ইলিশ মাছের ঝোল, ঘন ডাল ও কোল্ড ড্রিংকস।

রাজশাহীর কৃষিকাজ করা জাহাঙ্গীর আলম বলেন, একজনের কাছ থেকে খাবারের কথা শুনে এখানে এসে পেট ভরে খেলেন। বাইরে থেকে এমন খাবার খেতে হলে ১৩০ থেকে ১৫০ টাকা খরচ হতো বলে তিনি জানান। রিকশাচালক মনির শেখ বলেন, দুই টাকার বিনিময়ে খাবারের কথা উল্লেখ থাকলেও আয়োজকেরা তার কাছ থেকে কোনো টাকা নেননি।

আয়োজক মাহীন শিকদার বলেন, কয়েকজন বন্ধু মিলে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পথশিশু ও শ্রমজীবীদের সাথে খাওয়ার মাধ্যমে ভালোবাসা ভাগাভাগি করা যায়। আরেক আয়োজক মনিরুল ইসলাম সাগর জানান, তার মা নিজ হাতে রান্না করেছেন। অনেকে বিনামূল্যে খেতে চান না বলে দুই টাকার প্রতীকী মূল্য রাখা হয়েছে, তবে কারো কাছ থেকে আসলে কোনো টাকা নেওয়া হয়নি।