সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Fresh News রিপোর্ট
জুলাই ২৫, ২০২৫
৭:৫৩ অপরাহ্ণ

ফেনীর পরশুরামের বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে দেশের হাসপাতালে, আরেকজনের মরদেহ রয়েছে ভারতের হাসপাতালে।

নিহতরা হলেন লিটন (৩২) ও মো. মিল্লাত হোসেন (২১)। একই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মো. আফছার (৩০)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

নিহত লিটন পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার গাছি মিয়ার ছেলে এবং মিল্লাত একই এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার ওই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস নম্বর পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যান লিটন, মিল্লাত ও আফছার। তারা তারকাঁটা বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন লিটন, মিল্লাত ও আফছার। বিএসএফ লিটনকে ভারতে নিয়ে যায়, আর মিল্লাত ও আফছারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে মিল্লাত ফেনী জেনারেল হাসপাতালে মারা যান।

বিজিবি সূত্র জানায়, বাসপদুয়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান হয়ে থাকে এবং এ ধরনের কর্মকাণ্ডে দুই দেশের লোক জড়িত। বিজিবি সদস্যরা ঘটনার পর থেকেই তৎপর রয়েছে। বিজিবি জানায়, সীমান্তে গুলি চালানোর ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং এ বিষয়ে তারা ভারতীয় বাহিনীকে লিখিত প্রতিবাদ জানাবে।