শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Fresh News রিপোর্ট
জুলাই ৩০, ২০২৫
৫:৪৪ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ১টায় উপজেলার নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন মোছা. কেয়া মনি, মোছা রিয়া মনি, মো. সিফাত আহমেদ, মো. নয়ন ভূঁইয়া ও মো. মাহিন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পাস করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রতন চন্দ্র বর্মণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মণ্ডল, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকা’র প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।