শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মাইলোস্টনের অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা ১০ হাজার টাকা

Fresh News রিপোর্ট
আগস্ট ১, ২০২৫
৯:৩২ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে জনসমাগম বাড়ার সুযোগে কিছু অস্থায়ী দোকানদার অবৈধভাবে দোকান স্থাপন করে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি শুরু করে। এ ঘটনায় বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ডিএনসিসি অঞ্চল-৯ এর আওতাধীন এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা অবৈধভাবে দোকান গড়ে না তোলে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে।