শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই অভ্যুত্থানে সার্বভৌমত্ব ফিরে পেয়েছে বাংলাদেশ: ফারুকী

Fresh News রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
১০:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নিজের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের প্রতীক এবং প্রেরণার উৎস। ২০২৪ সালের জুলাইয়ে তরুণরা রক্তস্নাত মাটিতে মুক্তির বীজ বপন করেছে, যা জীবন ও সংগ্রামের প্রতিশব্দ হয়ে উঠেছে।

ফারুকীর মতে, মাতৃভূমি বা মৃত্যুর অঙ্গীকার ধারণ ও লালন করে তরুণরা জুলাইয়ে সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে।

ফ্যাসিবাদ আরোপিত সংস্কৃতি ও গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাংস্কৃতিক আধিপত্য ভেঙে দেশজ সাংস্কৃতিক বিকাশ ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে শুরু হওয়া এই জুলাই জাগরণ কালচারাল ফেস্টে প্রতিদিন আলোচনা, গণসংগীত, প্রামাণ্যচিত্র, মঞ্চনাটক ও চিত্র প্রদর্শনী চলছে, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল, প্রগতিশীল শিল্পী ও লেখকরা অংশ নিচ্ছেন।