নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে পুলিশ ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
বৃহস্পতিবার বিকেলে চৌমুহনীর রেললাইন থেকে করিমপুর হাসান সড়ক হয়ে একটি মিছিল বের হয়, যেখানে শেখ হাসিনার ছবি ও ব্যানার বহন করে স্লোগান দেওয়া হয়। মিছিলটির নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন এবং এটি লাইভ সম্প্রচার করেন সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় এটি প্রথম ঝটিকা মিছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর নবী ওরফে রাজু, আবদুল আহাদ, মো. শ্রাবণ, জাহিদুল হাসান, মো. আরমান এবং আরও একজন। তাদের মধ্যে পাঁচজন এজাহারনামীয় আসামি এবং একজন এজাহারের বাইরে।
ঘটনার প্রতিবাদে ওই রাতেই বিএনপি ও যুবদল চৌমুহনীতে বিক্ষোভ মিছিল বের করে এবং সমাবেশে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।