বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মিয়াবাজার স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে।
তিনি অভিযোগ করেন, দেশে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে এবং গত ১৮ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। পতিত স্বৈরাচার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগণ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে এবং বিএনপির লক্ষ্য সেই অধিকার প্রতিষ্ঠা করা। নির্বাচন ঠেকাতে কিছু মহল সক্রিয় থাকায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মো. মিয়া জোবায়ের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইনঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহ্বায়ক মীর আব্দুর রহমান আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হুদা, আমিরুজ্জামান আমীর, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মাহবুবুল আলম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।