শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্রে শুল্ক কমানো দেশের জন্য ভালো খবরঃ মির্জা ফখরুল

Fresh News রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
১০:৪৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্তকে দেশের জন্য ভালো খবর আখ্যা দিয়ে অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে উত্তরার আজমপুরে মহানগর উত্তর বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা রপ্তানিতে বড় প্রভাব ফেলত। আলোচনার মাধ্যমে এই হার কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন।

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, অন্তবর্তীকালীন সরকারের অনেক সীমাবদ্ধতা থাকলেও তারা চেষ্টা করছে। একইসঙ্গে তিনি নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেন।

তিনি জানান, নির্বাচিত সংসদ না থাকায় জনগণের সমস্যাগুলো পার্লামেন্টে তোলা সম্ভব হচ্ছে না। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠন জরুরি।

ফখরুল বলেন, ফ্যাসিবাদী শাসন থেকে আপাতত মুক্তি মিলেছে, তবে চূড়ান্ত মুক্তি তখনই আসবে যখন দুর্নীতি, লুটপাট ও অবৈধ দখলে জড়িতদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা যাবে।

তিনি তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরে জানান, সেখানে সমান অধিকার, ভোটাধিকার, ন্যায়বিচার এবং প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য ‘ফার্মার্স কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’-এর মতো উদ্যোগ থাকবে।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।