সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠে সারাদেশ থেকে জনতা আনতে ১৬টি বিশেষ ট্রেন চালু

Fresh News রিপোর্ট
আগস্ট ৪, ২০২৫
৭:১৫ অপরাহ্ণ

জাতীয় সংসদের সামনে মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিতব্য ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারাদেশ থেকে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার।

এই বিশেষ ট্রেনগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ রাজধানী ঢাকায় এসে অনুষ্ঠানে অংশ নেবেন এবং দিন শেষে একই ট্রেনে ফিরে যাবেন নিজ নিজ এলাকায়। ট্রেনগুলো নির্ধারিত সময় অনুযায়ী যাত্রীদের আনা-নেওয়ার কাজ করবে।

চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং সন্ধ্যা ৭টায় ফিরে যাবে চট্টগ্রামে। জয়দেবপুর থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে এক ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং রাত ৮টা ১৫ মিনিটে ফিরতি যাত্রা শুরু করবে।

নারায়ণগঞ্জ থেকে সকাল ১০টা ২৫ মিনিটে ছাড়বে বিশেষ ট্রেন, যা ৫০ মিনিট পর ঢাকায় পৌঁছাবে এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আবার রওনা হবে। নরসিংদী থেকে বেলা ১১টা ৩০ মিনিটে যাত্রা শুরু হবে এবং ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। ফিরতি যাত্রা শুরু হবে রাত ৮টায়।

সিলেট থেকে ট্রেন ছেড়ে আসবে ভোর ৫টা ৪৫ মিনিটে এবং দুপুর ১টা ১৫ মিনিটে পৌঁছাবে ঢাকায়। ফিরতি যাত্রা রাত ৯টায় শুরু হয়ে সিলেট পৌঁছাবে পরদিন ভোরে। রাজশাহী থেকে সকাল ৭টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে। ফিরে যাবে রাত ১০টা ৪৫ মিনিটে।

রংপুর থেকে ট্রেন ছাড়বে আগের রাত ১১টা ৩০ মিনিটে, যা ঢাকায় পৌঁছাবে ৫ আগস্ট সকাল ৮টা ৫০ মিনিটে। ফিরতি যাত্রা রাত ৮টায় শুরু হবে। ভাঙ্গা থেকে ট্রেন ছাড়বে বেলা ১১টা ৩০ মিনিটে এবং দুপুর ১টায় ঢাকায় পৌঁছাবে। সন্ধ্যা ৭টায় ঢাকার স্টেশন থেকে ফেরার জন্য ট্রেন ছেড়ে যাবে।

সব যাত্রীকে সময়মতো নির্ধারিত স্টেশনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।