রাজধানীতে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এ উপলক্ষে ওই এলাকার আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রাখবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে সংগীত পরিবেশনা, ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, ঐতিহাসিক ঘোষণা পাঠ, ড্রোন শো এবং আর্টসেল ব্যান্ডের পরিবেশনা।
অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় প্রচুর জনসমাগমের কারণে নিরাপত্তা ও যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
সাধারণ যাত্রীদের বিকল্প পথ ব্যবহার এবং ডাইভারশন পয়েন্ট অনুযায়ী চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডাইভারশন নির্দেশনায় বলা হয়েছে:
- আড়ং ক্রসিংয়ে উত্তর বা মোহাম্মদপুর দিক থেকে ফার্মগেট অভিমুখী যানবাহন সোজা ধানমন্ডি-২৭ হয়ে মিরপুর রোড ব্যবহার করবে।
- খেজুর বাগান ক্রসিংয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে ধানমন্ডিতে যাবে।
- ফার্মগেট থেকে মিরপুর বা মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড ব্যবহার করবে।
- গণভবন ক্রসিং থেকে সোনারগাঁও অভিমুখী যানবাহনকে লেক রোড ঘুরে বিকল্প পথে যেতে বলা হয়েছে।
- সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত যানবাহনের জন্য।
অনুষ্ঠানে আগতদের নিজস্ব ও ভাড়া করা গাড়ি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করার অনুরোধ জানানো হয়েছে।
যানজট নিরসনে ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করেছে এবং যাত্রী ও চালকদের নির্দিষ্ট নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।