সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

Fresh News রিপোর্ট
আগস্ট ৪, ২০২৫
৭:১৯ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন বলে নিশ্চিত করেছে তার প্রেস উইং।

সোমবার (৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রফেসর ইউনূসের নেতৃত্বে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর মূল আকর্ষণ বাস্তবায়ন হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।