বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

Fresh News রিপোর্ট
নভেম্বর ১২, ২০২৪
৫:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক সম্পা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার জামতৈল এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সুত্রে জানা যায়, গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা ভদ্রঘাট বাজার থেকে কুটিরচরের দিকে বিক্ষোভ মিছিল করে এসময় তাদের উপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ লাঠি সোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে আওয়ামী লীগ নেতাদের লাঠি, ধারালো অস্ত্রের আঘাতে শিহাব উদ্দিনসহ অনেকে আহত হয়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে শিহাবকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এঘটনায় আহত শিহাবের পিতা শামিম হোসেন বাদি হয়ে ৩৭ জনের নাম উল্লেখ ও ৩০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, বিশেষ অভিযানের মাধ্যমে গভীর রাতে জামতৈল এলাকা থেকে শম্পা রহমানকে গ্রেফতার করা হয় এবং তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।