নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্য নেতৃবৃন্দ।
প্রথম দিনেই ঢাকাগামী যাত্রী ছিল চোখে পড়ার মতো। আবারো বাজার স্টেশন থেকে সরাসরি ঢাকা যেতে পেরে উচ্ছসিত সিরাজগঞ্জবাসী।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়। এরপর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিপ্লব সাধিত হওয়ার পর ব্ন্ধ ট্রেন চালু করার দাবিতে সামাজিক আন্দোলনে নামেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে ঝাপিয়ে পড়েন আন্দোলনে। ট্রেন চালুর দাবিতে লাগাতার সভা সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়াসহ নানা দফতরে দৌড় ঝাপের পর অবশেষে সিরাজগঞ্জবাসীর ট্রেন চালুর দাবি মেনে নেন রেল কতৃপক্ষ।
ট্রেন ছাড়ার প্রাক্কালে এক সংক্ষিপ্ত উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেন চালুর দাবিতে আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু। এ সময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকার, শহর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুন, অর্থ সম্পাদক নূরুল ইসলাম রইসী, দফতর সম্পাদক এনামুল হক, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।