বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ট্রাক-সিএনজি সংঘর্ষে শাহজাদপুরে দুইজনের মৃত্যু

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৪
২:০৪ অপরাহ্ণ
Oplus_131072

সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ২টার দিকে শাহজাদপুর-নগরবাড়ী মহাসড়কের গাড়াদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার বনগ্রামের বাসিন্দা মো. সুজন (২৮) এবং জামিরতা গ্রামের বাসিন্দা বাহাদুর মিয়া (৩০)। বাহাদুর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি (শিক্ষা) বিভাগের সিএ হিসেবে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, “সিএনজিটি গাড়াদহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও এক যাত্রী প্রাণ হারান এবং অপর একজন আহত হন।”

ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।