বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, কারফিউ জারি

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
৯:৪৬ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

মণিপুরে চলমান সহিংসতায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। রাজ্যের সাতটি জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা।

গত সপ্তাহে কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১০ জন নিহত হয়। পরে ৮ মাসের শিশুসহ ৬ জন নিখোঁজ হয় বলে অভিযোগ ওঠে। শুক্রবার একটি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার হলে রাজ্যে উত্তেজনা বেড়ে যায়।

শনিবার সকালে মণিপুরের তিন মন্ত্রী ও ছয় বিধায়কের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানোর চেষ্টা হয়।

২০২৩ সালের মে মাসে শুরু হওয়া কুকি ও মেইতেই উপজাতিদের সংঘাত নতুন করে উত্তেজনার রূপ নিয়েছে। মূলত উপজাতিদের জন্য নির্ধারিত কোটাকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত।