বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইসরায়েলের স্থল ও বিমান হামলায় উত্তপ্ত লেবানন

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
৯:৫৭ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

২৬ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। বার্তাসংস্থা এপি জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি সেনারা লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করলেও শনিবার সকালে হিজবুল্লাহর পাল্টা হামলায় তাদের পিছু হটতে বাধ্য করা হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ লেবাননের চামা গ্রামের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড় সাময়িকভাবে দখল করেছিল ইসরায়েলি বাহিনী। তবে হিজবুল্লাহর পাল্টা আক্রমণের ফলে সেখান থেকেও তারা সরে যেতে বাধ্য হয়।

চামা গ্রামে অবস্থিত শিমনের মাজারে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এর সত্যতা এখনো নিশ্চিত হয়নি। শিমনকে হযরত ঈসা (আঃ)-এর অন্যতম সহযোগী এবং তার মা মরিয়মের আত্মীয় বলে জনশ্রুতি রয়েছে।

এদিকে স্থল হামলার পাশাপাশি ইসরায়েল লেবানের বিভিন্ন স্থানে বিমান হামলাও চালিয়ে যাচ্ছে। এসব হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

সূত্র: এপি