বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মাতৃত্বের কষ্ট ও মর্যাদা: আল্লাহর প্রদত্ত অনন্য দান

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
১০:০৩ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

পৃথিবীতে জীবনধারণের জন্য পুরুষ ও নারী উভয়কেই কঠোর পরিশ্রম করতে হয়। পুরুষরা সংসারের হাল ধরতে যেমন রোদ-বৃষ্টি উপেক্ষা করেন, তেমনি নারীরা সন্তান গর্ভধারণ, জন্মদান ও লালন-পালনের দায়িত্ব পালন করেন।

নারীরা সন্তান গর্ভধারণের মতো কঠিন দায়িত্ব পালনের মাধ্যমে মাতৃত্বের অনন্য মর্যাদায় অভিষিক্ত হন। গর্ভধারণ থেকে শুরু করে সন্তান জন্মদান পর্যন্ত তাদের সহ্য করতে হয় অসহনীয় কষ্ট। দীর্ঘ দশ মাসের গর্ভকালীন কষ্ট, সন্তান প্রসব, এবং স্তন্যদানের মধ্য দিয়ে নারীরা যে অবদান রাখেন, তা অনন্য।

হাদিসে মাতৃত্বের মর্যাদা সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হজরত আনাস (রা.) বর্ণনা করেছেন, নবীজি (সা.) বলেছেন, কোনো নারী যদি স্বামীর সন্তুষ্টির সাথে গর্ভধারণ করেন, তবে তিনি আল্লাহর কাছে সারারাত ইবাদতকারী ও দিনের বেলা রোজাদারের সমান সওয়াব পান। সন্তান প্রসবকালে প্রতিটি দুধের ফোঁটার জন্য আল্লাহ তাকে একটি করে নেকি দান করেন।

কুরআনেও মায়ের কষ্টের কথা উল্লেখ করা হয়েছে। সুরা লোকমানে আল্লাহ বলেন, ‘সন্তানের মা তাকে কষ্টের পর কষ্ট সয়ে পেটে বহন করেছে।’ সুরা আহকাফে বলা হয়েছে, ‘তার মা তাকে খুব কষ্ট করে পেটে ধারণ করেছে, খুব কষ্টে প্রসব করেছে এবং গর্ভধারণ থেকে দুধপান পর্যন্ত ত্রিশ মাস অতিবাহিত করেছে।’

মাতৃত্বের এই কষ্টকে তুচ্ছ করে নারীরা তাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তাদের এই কষ্টের মর্যাদা দেওয়ার দায়িত্ব পুরুষদের। নারীরা আল্লাহ প্রদত্ত এই গৌরব অন্তরে ধারণ করে অপরিসীম ফজিলত ও সওয়াব অর্জন করেন।