বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৪
৭:২৭ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। মঙ্গলবার, যুদ্ধের ১,০০০তম দিনে, তিনি এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

ডিক্রিতে বলা হয়েছে, কোনো দেশের পরমাণু অস্ত্র না থাকলেও তৃতীয় পক্ষ তাদের এ ধরনের অস্ত্র সরবরাহ করলে রাশিয়া তাদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে। পেসকভ জানান, রাশিয়া সবসময় পরমাণু অস্ত্রের বিরোধী, তবে সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতির দুই দিনের মধ্যে। বিশ্লেষকদের মতে, পুতিনের এই সিদ্ধান্ত বাইডেনের অনুমতির প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এবং এখনও চলমান। তিন বছরে লাখো সামরিক ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে কিয়েভ, যা যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়েছে।