বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৪
২:৩০ অপরাহ্ণ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এই অভিযোগ দায়ের করেন।

এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষ থেকেও ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। উভয় অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, শেখ ফজলে নূর তাপস, হাছান মাহমুদ, হাজী সেলিমসহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা এবং মিডিয়ার ব্যক্তিত্বদের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও অন্তর্ভুক্ত রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, একাত্তর টিভি এবং সময় টিভির সাবেক কর্মকর্তারা।

এ ঘটনায় দায়েরকৃত অভিযোগে মানবতাবিরোধী অপরাধসহ হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত আইনে বিচার কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।