বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাফজয়ী নারী ফুটবলারদের পাওনা পরিশোধে বাফুফের অবহেলা

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৪
২:৪০ অপরাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ টানা দ্বিতীয়বার শিরোপা জেতার পরও বাফুফের কাছ থেকে প্রাপ্য ম্যাচ ফি পাননি নারী ফুটবলাররা। চারটি সাফ ম্যাচ এবং জুন-জুলাইয়ে খেলা চার প্রীতি ম্যাচ মিলিয়ে মোট আট ম্যাচের ফি বকেয়া রয়েছে।

বাফুফের চুক্তি অনুযায়ী, প্রতিটি ম্যাচের জন্য খেলোয়াড়দের ১০ হাজার টাকা ফি দেওয়ার কথা থাকলেও এখনো কোনো ফি পরিশোধ করা হয়নি। এর পাশাপাশি সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতনও বকেয়া রয়েছে।

নারী ফুটবল দলের সাফল্যের পর বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সাহায্যের আহ্বান জানালেও নিজেদের চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। নির্বাহী কমিটির সদস্যরা প্রচুর অর্থ ব্যয় করে নির্বাচনে জয়লাভ করলেও নারীদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে নির্লিপ্ত।

সাফজয়ী দল ইতোমধ্যে সরকারের কাছ থেকে ১ কোটি টাকা, বিসিবির ২০ লাখ টাকা, এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেলেও বাফুফে এখনও তাদের ম্যাচ ফি ও বোনাসের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।

নারী ফুটবলাররা ছুটিতে বাড়িতে রয়েছেন, ক্যাম্পে ফেরার কোনো নির্ধারিত তারিখ নেই। বাফুফে ৯ অক্টোবরের সভায় ১.৫ কোটি টাকার বোনাসের ঘোষণা দিলেও তা কবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

চ্যাম্পিয়ন নারী ফুটবলাররা তাদের ন্যায্য পাওনার অপেক্ষায় রয়েছেন, যা বাফুফের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের অভাবকে প্রকট করেছে।