বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি নির্বাচনে জয়লাভ করলে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার বিকেলে জেলার রায়গঞ্জের নিমগাছি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সংখ্যালঘুদের উপরে হামলে করে বিএনপির উপরে দোষ দিতে চাচ্ছে। এজন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন। এছাড়া হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সব ধর্মের মানুষ আমাদের (বিএনপির) আমানত বলেও উল্লেখ করেন।
আওয়ামীলীগের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে কোন আওয়ামীলীগের নেতাকর্মীকে পাওয়া যাচ্ছে না অথচ আমাদের ১৬ বছরে একজন বিএনপির নেতাকর্মীও পালিয়ে যায়নি। আমাদের বিএনপিকে আওয়ামীলীগ যতো নির্যাতন করেছে আমাদের দলের কর্মীর সংখ্যা ততোই বেড়েছে।
তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা বিএনপিকে সমর্থন করেছে এবং এই নতুন প্রজন্মের যুবক ও শিক্ষার্থীরা আওয়ামীলীগকে শায়েস্তা করবে বলে তিনি মন্তব্য করেন।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শামছুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সদর – কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আ.হ মুহাম্মদ খোকন,যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।