২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে জটিলতা অব্যাহত। পাকিস্তানে আসর আয়োজনের কথা থাকলেও ভারত সেখানে খেলতে অস্বীকৃতি জানায়। হাইব্রিড মডেলের শর্ত নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি।
পিসিবি সভাপতি মহসিন নাকভি সমতার ভিত্তিতে সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দেন এবং ভারতের দ্বৈত আচরণের সমালোচনা করেন। অন্যদিকে, বিসিসিআই ভারত সরকারের নিরাপত্তা উদ্বেগ উল্লেখ করে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তুতি ঘোষণা করলেও বিষয়টি নিয়ে আইসিসি এখনো সমাধানে পৌঁছাতে পারেনি।