আশিক সরকার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনে ট্রেনের ভিতর থেকে হজ্জ যাত্রীর পাসপোর্ট ও নগদ টাকা সহ ব্যাগ ছিনতাই হয়েছে। এতে করে হজ্জ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে মা ছেলের।
৩০শে নভেম্বর দিবাগত রাত আড়াইটার সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সংগে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং থাকায় কিছুক্ষণ ষ্টেশনে বসে থাকতে হয় তাদের। এই সুযোগে ছিনতাইকারী এক চক্র তাদের ব্যাগ নিয়ে চলে যায়।
ভুক্তভোগী তহিদুল ইসলাস ও তার মা তহমিনা বেগম দিনাজপুর জেলা খানসামা উপজেলার পাকেরহাট আঙ্গার পোড়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ভুক্তভোগী হজ্জ যাত্রী তহিদুল ইসলাম জানান , গতকাল নীলফামারী থেকে ওমরা করার উদ্দেশ্যে ট্রেন যোগে ঢাকা যাওয়ার সময় আমাদের ব্যাগ জামতৈল রেলস্টেশন থেকে ছিনতাই হয়। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়ায় নামতে পারিনি। আজকে এসে লোকার থানা ও জিআরপি থানায় মৌখিক ভাবে জানিয়েছি।
তিনি আরও জানান, আমার ব্যাগে দুইটি পাসপোর্ট, দুইটি ভিসা, একটি বাটন ফোন ও নগদ সাতাত্তর হাজার টাকা ছিল। এখন ব্যাগটি উদ্ধার না হলে হজ্জে যাওয়া হবে না। আমার মায়ের খুব কষ্টের টাকার হজ্জ। হজ্জে না যেতে পারলে সে হয়তো স্টোক করবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ দুলাল উদ্দিন জানান, বিষয়টি আজকে আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন। ২ তারিখে তাদের যাত্রা। যেহেতু লিখিত অভিযোগ সময় সাপেক্ষ ব্যাপার সেহেতু মৌখিক অভিযোগের পেক্ষিতে ব্যাগ উদ্ধারের চেষ্টা চলছে।