শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিপিএল ২০২৫-এর মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন: স্বাধীনতার প্রতীক এবং তারুণ্যের চেতনা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৪
১০:২৩ পূর্বাহ্ণ

সম্প্রতি ছাত্র-নাগরিক অভ্যুত্থানের স্মরণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচিত হয়েছে। আজ সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে মাসকটটি প্রকাশ করা হয়।

‘ডানা ৩৬’ স্বাধীনতা, শান্তি, তারুণ্য, ও সীমাহীন সম্ভাবনার প্রতীক। এর রঙিন পালকগুলো ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরে। মাসকট ছাড়াও এবারের বিপিএল স্মরণ করবে সেই আন্দোলনের নানা দিক, যেমন শহীদ মুগ্ধর প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা এবং ‘জিরো ওয়েস্ট জোন’ স্থাপন।

এবার বিপিএলে প্রথমবারের মতো থাকবে থিম সং এবং একাধিক উদ্বোধনী কনসার্ট। তিন আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ডিসেম্বরের শেষ সপ্তাহে এই কনসার্টগুলো অনুষ্ঠিত হবে।

৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল শেষ হবে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালের মাধ্যমে। এই টুর্নামেন্ট তারুণ্যের উৎসবের চেতনা সারা দেশে ছড়িয়ে দিতে সহায়তা করবে।