সোহান সেখ:
সিরাজগঞ্জের কাঠেরপুল থেকে কাজিপুর পর্যন্ত সড়কের জরুরি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জ কাঠেরপুল এলাকায় “আমার সিরাজগঞ্জবাসী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ- শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ- তাঁতী বিষয়ক সম্পাদক আলম রহমান, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ছাত্রী মাহেশা আরেফীন সর্ণা প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের জন্য এটি বড় সংকট তৈরি করছে। অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন অংশগ্রহণকারীরা।