বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: গুরুত্বহীনতায় বাড়ছে মৃত্যুর হার

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৪
১:৫২ অপরাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছেন, দেশে এ সময়ের ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।

সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত রয়েছে। তবে ডেঙ্গুকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় এবং দেরিতে চিকিৎসা শুরু করায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, অনেক রোগী শারীরিক অবস্থার অবনতি না হওয়া পর্যন্ত হাসপাতালে আসেন না। ফলে তাদের মধ্যে শক তৈরি হয় এবং পেটে ও ফুসফুসে পানি জমে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর অনেক সময় কিছু করার সুযোগ থাকে না।

বিশেষত ঢাকায় ২০ থেকে ৪০ বছর বয়সী রোগীদের মৃত্যু বেশি হচ্ছে, আর চট্টগ্রামে শিশু ও বৃদ্ধদের মধ্যে মৃত্যুর হার তুলনামূলক বেশি। এর মূল কারণ হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রোগীরা প্রয়োজনীয় গুরুত্ব দিচ্ছেন না।

ডা. আবু জাফর আরও জানান, ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেন, জিকা ভাইরাসে আক্রান্তদের ৯০ শতাংশের কোনো লক্ষণ দেখা যায় না এবং এ রোগে মৃত্যুহার শূন্য। সচেতনতার মাধ্যমে এসব ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।