বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

অর্থনৈতিক শ্বেতপত্রে লুটপাট ও বৈষম্যের চিত্র: ৮৫% সম্পদ ভোগ করছে ১০% মানুষ

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৪
১:৫৯ অপরাহ্ণ

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেশের অর্থনীতি ও উন্নয়ন বাজেটের উপর চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছে।

সোমবার (২ ডিসেম্বর) শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দেশের উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ তছরুপ করা হয়েছে এবং দেশের মোট সম্পদের ৮৫ শতাংশ ভোগ করছেন মাত্র ১০ শতাংশ মানুষ।

কমিটির প্রতিবেদনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠে এসেছে।

কমিটির সদস্য ড. আবু ইউসুফ জানান, টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও পর্যাপ্ত রাজস্ব আহরণ হচ্ছে না। ড. তাসনীম সিদ্দিকী জানান, অভিবাসন খাতে অতিরিক্ত টাকা নেওয়ার মাধ্যমে অর্থপাচার হয়েছে।

ড. মুস্তাফিজুর রহমান বলেন, মেগা প্রকল্পে লোপাট হওয়া অর্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বোঝা হয়ে থাকবে। আর ড. সেলিম রায়হান জোর দেন অর্থনৈতিক কাঠামোতে সংস্কারের প্রয়োজনীয়তার উপর।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “দেশের ৮৫ শতাংশ সম্পদ মাত্র ১০ শতাংশ মানুষের হাতে। এই বৈষম্যের উৎস ২০১৮ সালের নির্বাচন। চামচা পুঁজিবাদ থেকে পুরো কাঠামো চোরতন্ত্রে পরিণত হয়েছে।”

তিনি আরও জানান, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম সম্ভব নয়। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হওয়ার উপযোগী হলেও আরও জবাবদিহিতা ও কার্যকর সংস্কার প্রয়োজন।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা দায়বদ্ধ প্রশাসন এবং স্বচ্ছ রাজস্ব ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেন। এছাড়া পরবর্তী বাজেটের আগে দেশের অর্থনীতিতে কার্যকর সংস্কার কার্যক্রমের জন্য সরকারের কাছ থেকে স্পষ্ট পরিকল্পনার দাবি জানান।