বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শাহজাদপুরে প্রফেসর ডঃ এম এ মতিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৪
৪:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রফেসর ডক্টর এম.এ. মতিন স্মৃতি পৌর ওয়ার্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট 2024 এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবা (২ ডিসেম্বর) সকাল এগারটায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করা হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রুপপুর হান্টার বনাম শাহ মখদুম ক্রিকেট একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিতের ঘনিষ্ঠ বন্ধু,রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আল-মামুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,শাহজাদপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আছলাম আলী, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী,সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলাল হোসেন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবেক জি এস মোঃ আল আমিন হোসেন,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী,মোঃ রওশন আলী রশনাই প্রমুখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতা ও কর্মীবৃন্দ।