সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় তাবলীগ জামায়াতের বিশ্ব আমীর মাওলানা সা’দকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়ার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সা’দ পন্থী তাবলীগ জামায়াতের বিপুল সংখ্যক সাথী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তাবলীগ জামায়াতের জিম্মাদার ডা. এস এম নাজিম উদ্দীন। তিনি বলেন, “গত সাত বছর ধরে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই মাওলানা সা’দকে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। এর ফলে আমরা কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যবান বক্তব্য থেকে বঞ্চিত হচ্ছি। অথচ তিনি সারা বিশ্বে তাবলীগের দাওয়াতি কাজে অবাধে সফর করে যাচ্ছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “মাওলানা জুবায়ের পন্থীরা আমাদের তাবলীগের মূলধারার সাথীদের মসজিদে কাজ করতে বাধা দিচ্ছেন। তারা হামলা, নির্যাতন এবং অপপ্রচারের মাধ্যমে আমাদের বাধাগ্রস্ত করছেন, যা ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা দাবি জানাই, মাওলানা সা’দ যেন বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারেন এবং তাবলীগের কাজ নির্বিঘ্নে চলার জন্য প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়।”
মানববন্ধন শেষে তাবলীগ জামায়াতের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় স্মারকলিপি গ্রহণ করেন। একই দাবিতে সিরাজগঞ্জের পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিনিধি দলে ছিলেন ডা. এস এম নাজিম উদ্দীন, মো. নুরুল ইসলাম, মাওলানা আবদুল হাই ও মো. আলতাফ হোসেন।