বাংলাদেশ সরকার ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আর থাকবে না, তার পরিবর্তে বাঙালি ঐতিহ্য, ধর্মীয় স্থাপনা এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ যোগ করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে এবং নোট ছাপানোর কার্যক্রম শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসতে পারে।
বর্তমানে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে, পরবর্তীতে ধাপে ধাপে সব ধরনের নোটের ডিজাইন নতুন করা হবে। এর জন্য কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নকশা উপদেষ্টা কমিটি কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ কমিটির সভাপতিত্ব করছেন, এবং এতে চিত্রশিল্পীরা সদস্য হিসেবে আছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, নতুন নোট ছাপানোর কাজ অনেক দূর এগিয়ে গেছে এবং আশা করা হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে পাওয়া যাবে।
নোট ছাপানোর কাজটি পরিচালনা করে ‘দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড’ বা টাঁকশাল, যা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৮ থেকে নোট ছাপানোর কার্যক্রম শুরু হয়। নতুন নোটের নকশা চূড়ান্ত হওয়ার পর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয় এবং তারপর টাঁকশাল থেকে নোট ছাপানো হয়।
বাংলাদেশ ব্যাংক বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা উৎপাদন করে, যা পরে বাজারে ছাড়া হয়। বর্তমানে, বাংলাদেশে প্রচলিত কাগুজে নোটগুলোর মধ্যে ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সব নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, তবে নতুন ডিজাইনে এটি পরিবর্তিত হবে।