বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারত আওয়ামীলীগ’কে সহায়তা করে বাংলাদেশের স্বৈরতন্ত্র বজায় রেখেছে

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৪, ২০২৪
৯:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দাবি করেছেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত রাখতে ভারত আওয়ামী লীগকে সহায়তা করেছে। তার মতে, ভারতের এ সহযোগিতা বাংলাদেশের জনগণের ভোট এবং খাদ্য অধিকার কেড়ে নিয়ে পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে সহায়তা করার মাধ্যমে জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব সৃষ্টি করেছে। তিনি বলেন, বাংলাদেশে ভারতবিরোধী সেন্টিমেন্ট ধর্মীয় নয়, বরং এটি একটি রাজনৈতিক বিষয়।

শামীম আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান থাকতে হবে এবং ভারতের শাসকগোষ্ঠী যদি দ্রুত এই রাজনৈতিক বাস্তবতা বুঝতে পারে, তবে দুই দেশের সম্পর্কের জন্য তা মঙ্গলজনক হবে।

এই বক্তব্য তিনি ৩ ডিসেম্বর চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দেন, যেখানে বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানানো হয়। শামীম ভারত থেকে বাংলাদেশ দূতাবাসে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং বলেন, বাংলাদেশ বিশ্বে অসাম্প্রদায়িকতার একটি উজ্জ্বল উদাহরণ, এবং শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ষড়যন্ত্র করছে।

এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, এবং মহানগর বিএনপির সদস্যরা। হারুন বলেন, কোনো সভ্য দেশ কখনও অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের মতো হওয়া উচিত, রাজা-প্রজার সম্পর্ক নয়।

এ সমাবেশে বিএনপির বিভিন্ন নেতারা এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।