প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্য গঠনের জন্য সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বুধবার (৪ ডিসেম্বর) তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন এবং বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। বৈঠকের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন সংকট নিরসনে সমঝোতা ও ঐক্য গঠন করা।