বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে তানযীমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসার শুভ উদ্বোধন

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২১, ২০২৪
১:৪৬ অপরাহ্ণ
oplus_0

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদানের পরিকল্পনা নিয়ে এবং বিজ্ঞান সম্মত শিক্ষাদানের লক্ষ্যে তানযীমুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসা’র শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার পাইকোশা বাজারের পাশে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশের জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে মাদ্রাসার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি আব্দুল হান্নান সরকার, ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল সরকার ও কামারখন্দ উপজেলা জামায়াতের আমির প্রফেসর আতাউর রহমান৷ এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক হুমায়ূন কবির সোহেল৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকোশা গ্রামের শিক্ষানুরাগী চান্দ উল্লাহ সেখ, পাইকোশা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে আলোচনা সভায় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের শিক্ষা পরিকল্পনা, পাঠদানের বিস্তারিতসহ ভবিষ্যত পরিকল্পনা সকলের সামনে তুলে ধরেন। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে অত্র মাদ্রাসার সাফল্য কামনা করে বিভিন্ন বিষয়ে জ্ঞান মূলক বক্তব্য প্রদান করেন।

মাদ্রাসার পরিচালক হমায়ূন কবির সোহেল বলেন, আমরা ইসলামিক দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করবো। সুন্দর পরিবেশে ও বিজ্ঞানসম্মত উপায়ে শিক্ষার্থীরা শিক্ষিত হবে, এটিই আমাদের অঙ্গিকার।