সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫
১৩ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘মার্চ ফর ইউনিটি’তে বিপ্লবী ছাত্র-জনতার ঢল

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩১, ২০২৪
১২:২৯ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই শহীদ মিনারে বিপ্লবী ছাত্র-জনতার ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপ্লবী ছাত্র-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন।

ছাত্র-জনতা বিভিন্ন স্লোগানে মুখরিত করেন এলাকা। তাদের কণ্ঠে ছিল, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই” প্রভৃতি স্লোগান। সিলেট, চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা বিপ্লবীরা শহীদ মিনারের আশপাশে অবস্থান নেন।

ভোরে সিলেট থেকে আসা একদল শিক্ষার্থী জানান, “আমরা চাই বিপ্লব সফল হোক। এটি যেন আগামীর স্বপ্নের দেশ গড়তে ভূমিকা রাখে।” তারা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা জানিয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাপত্র পাঠানোর সিদ্ধান্তে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এমন পরিস্থিতিতে গতকাল রাতে সংগঠনটির সংবাদ সম্মেলনে আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।