সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাধীন রায়দৌলতপুর ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় মো. আলাউদ্দিন লিটনকে সভাপতি, সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং এ. জেড. এম. শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কামারখন্দ উপজেলা কৃষক দলের সভাপতি ডা. গোলাম মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহ আল রেজা রাব্বীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান।